thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সরকারি উদ্যোগে আইয়ুব বাচ্চুর গান সংরক্ষণ

২০২০ অক্টোবর ১৭ ১৮:১৬:০৭
সরকারি উদ্যোগে আইয়ুব বাচ্চুর গান সংরক্ষণ

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো। সরকারি উদ্যোগে সংরক্ষণ করা হচ্ছে দেশের কোনো শিল্পীর গান। তিনি আইয়ুব বাচ্চু; বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি তারকা।

আইয়ুব বাচ্চুর গানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। ইতোমধ্যে আইয়ুব বাচ্চুর নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেই সঙ্গে একটি ইউটিউব চ্যানেলও চালু করা হয়েছে।

এই বিষয়ে কপিরাইট রেজিস্টার জাফর রাজা চৌধুরী বলেছেন, আইয়ুব বাচ্চুর নামে তৈরি করা ওয়েবসাইটে প্রাথমিকভাবে ২৭২টি গান সংরক্ষিত করা হয়েছে। এছাড়া থাকবে আইয়ুব বাচ্চু সম্পর্কে বিস্তারিত তথ্য। পাশাপাশি ইউটিউব চ্যানেলেও তার গানগুলো রাখা হবে।

আগামীকাল ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস। ২০১৮ সালের এই দিনে তিনি চলে গিয়েছিলেন না ফেরার দেশে। তার প্রয়াণ দিবসের আগের দিন এমন সুখবর পেয়ে উচ্ছ্বসিত দেশের সঙ্গীতাঙ্গনের মানুষেরা। সেই সঙ্গে আনন্দিত এবি’র ভক্তরাও।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর