thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা

২০২০ অক্টোবর ১৮ ১০:৩৮:১৯
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ের সামনে তাকে দৃর্বৃত্তরা এলোপাথারী কুপিয়ে ফেলে যায়।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে পুলিশ শুভকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরীপুর থানার ওসি বোরহান বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ তার চেম্বারেই বসে ছিলেন। বাসায় ফেরার উদ্দেশে রাত সাড়ে ১০টার দিকে বাইরে বের হলে অজ্ঞাতরা কুপিয়ে ফেলে রেখে যায়।

কে বা কারা কেন বা কারা কুপিয়েছে? এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি বোরহান উদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও তিনি নিজেই আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর