thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

উপ-নির্বাচনে অংশ নেওয়া বিএনপির অপকৌশল: কাদের

২০২০ অক্টোবর ১৮ ১৪:৪৯:০০
উপ-নির্বাচনে অংশ নেওয়া বিএনপির অপকৌশল: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল হিসেবে বিএনপি উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৮ অক্টোবর) বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাকিদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শনিবার (১৭ অক্টােবর) ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন ওই দুটি আসনের বিএনপি প্রার্থী।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ এবং বর্জন করাকে তামাশা হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, তাদের নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা। নির্বাচনের নামে তারা তামাশা মঞ্চস্থ করছে।

এ সময় শহীদ শেখ রাসেলের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কারবালার প্রান্তরের চেয়েও ভয়াবহ ছিল ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনিরা শেখ রাসেলকেও ছাড়েনি। পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথাও বলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর