thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

২৫ অক্টোবর থেকে প্রাথমিকে শিক্ষক পদে আবেদন শুরু

২০২০ অক্টোবর ১৯ ১৮:৫৬:৩৪
২৫ অক্টোবর থেকে প্রাথমিকে শিক্ষক পদে আবেদন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন শুরু হচ্ছে।

অনলাইনের মাধ্যমে ২৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বব পর্যন্ত প্রার্থীরা এ আবেদন করতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি মঙ্গলবার প্রকাশ করা হবে। রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় স্কেলে ১৩তম গ্রেডে অস্থায়ীভঅবে এসব নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে থেকে অনলাইনে dpe.teletalk.cob.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এবারও ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টেলিটকের মাধ্যমে সার্ভিস ফিসহ ১১০ টাকা পরিশোধ করতে হবে।

আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর