thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মা হারালেন অভিনেত্রী শ্রাবন্তী

২০২০ অক্টোবর ২০ ১০:৩৮:৫৩
মা হারালেন অভিনেত্রী শ্রাবন্তী

দ্য রিপোর্ট প্রতিবেদক: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা মারা গেছেন। সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শ্রাবন্তীর ঘনিষ্ঠজন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি মাহমুদা সুলতানা অসুস্থ হলে তাকে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মঙ্গলবার শ্রাবন্তীদের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।

কয়েকদিন আগে শ্রাবন্তী জানিয়েছিলেন, অনেকদিন ধরেই তার মা লিভার সিরোসিস ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই খবর পাওয়ার পর ৯ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন তিনি। এরপর ছুটে যান বগুড়ায়। মৃত্যুর আগ পর্যন্ত মায়ের পাশেই ছিলেন শ্রাবন্তী।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর