thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রোনালদোকে কেন ছাড়লো রিয়াল, প্রশ্ন তার

২০২০ অক্টোবর ২০ ১৯:৪৪:৫৭
রোনালদোকে কেন ছাড়লো রিয়াল, প্রশ্ন তার

দ্য রিপোর্ট ডেস্ক: ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে জুভেন্টাসের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শাখতার দোনেৎস্কের কোচ। তিনি বলেছেন, ‘আপনার দলে যখন ক্রিস্টিয়ানো আছে, তখন তাকে কখনও ছেড়ে দেওয়া উচিত নয়।’

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সিরি ‘আ’ চ্যাম্পিয়নদের কাছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ছেড়ে দেয় ব্লাঙ্কোরা। স্প্যানিশ রাজধানীতে রেকর্ডসমৃদ্ধ নয়টি বছর কাটিয়ে রিয়ালের সর্বকালের সেরা খেলোয়াড় নতুন চ্যালেঞ্জ নেন ইতালিতে।

রোনালদো চলে যাওয়ার পর তার শূন্যস্থান পূরণে হিমশিম খেয়েছে রিয়াল। এডেন হ্যাজার্ড তার ওপর রাখা আস্থার প্রতিদান দিতে পারেননি। শাখতারের কোচ লুইস কাস্ত্রো মনে করেন, সাড়ে চারশ গোল করা ও মাদ্রিদকে ১৫ ট্রফি এনে দেওয়া রোনালদোকে রেখে দিতে আরও অনেক কিছু করতে পারতো সান্তিয়াগো বার্নাব্যু ক্লাব।

স্বদেশী ফরোয়ার্ডকে নিয়ে শাখতারের পর্তুগিজ কোচ স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন, ‘যখন আপনার দলে ক্রিস্টিয়ানো আছে, তখন তাকে কখনও ছেড়ে দেওয়া উচিত নয়। কখনও না। আমরা কথা বলছি, বিশ্বের সেরা আর সবচেয়ে কার্যকরী ফুটবলারকে নিয়ে। একটা মেশিন, নিজেকে বিলিয়ে দেওয়া মেশিন সে।’

বর্তমান বিশ্বে রোনালদোকে সেরা মানেন কাস্ত্রো, ‘আমি তুলনা পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, আমার কাছে সে সেরা।’ পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জয়ী ফরোয়ার্ড সবার জন্য উদাহরণ বলে অভিমত দিলেন পর্তুগিজ কোচ, ‘ক্রিস্টিয়ানোর একটা পেছনের গল্প আছে, যা সবার জন্য উদাহরণ। মাত্র ১১ বছর বয়সে বাড়ি ছেড়ে সে লিসবনে যায়, কেবল ফুটবলার হতে। সে এমন একজন যার উত্থান হয়েছে একলা এবং অনন্য দৃঢ়তা নিয়ে। তাকে নিয়ে সিনেমা বানালে লোকেরা দেখতে পাবে সে কোথা থেকে এসেছে, কেমন করে ফুটবলার হয়েছে। তখন তাকে আরও বেশি মূল্য দেবে সবাই।’

কাস্ত্রো তার দল নিয়ে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ মিশনে নামছেন রোনালদোর জুভেন্টাসের বিপক্ষে। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা করতে হচ্ছে না শাখতারের কোচকে। কারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন সিআরসেভেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর