thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ভিড়ের মধ্যে অসভ্যতা, আঙুল মটকে দিলেন তাপসী পান্নু

২০২০ অক্টোবর ২১ ০৯:৫৩:৫৯
ভিড়ের মধ্যে অসভ্যতা, আঙুল মটকে দিলেন তাপসী পান্নু

দ্য রিপোর্ট ডেস্ক: এক ব্যক্তির আঙুল মটকে দিয়েছিলেন তাপসী পান্নু। নাহ, সিনেমার দৃশ্যে নয়। বাস্তবেই এমনটা করেছিলেন নায়িকা। সম্প্রতি সেই ঘটনার কথাই শেয়ার করলেন কারিনা কাপুড় খানের রেডিয়ো টক শো ‘ওয়াট উইমেন ওয়ান্ট’-এ।

অভিনেত্রী বলেন, ‌‘গুরুপর্বের সময় আমরা গুরুদ্বারে যেতাম। তার ঠিক পাশের একটি খাবার স্টল ছিল যেখানে বাইরে থেকে আসা দর্শনার্থীদের খাবার দেওয়া হত।’

‘জায়গাটিতে এতটাই ভিড় থাকত যে সবসময় ধাক্কাধাক্কি হত। এর আগেও সেখানে আমার অদ্ভুত কয়েকটি অভিজ্ঞতা হয়েছিল। আমি জানতাম এ রকম ভিড়ে গেলে আবারও খারাপ কিছু একটা হতে পারে। সেভাবেই নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রেখেছিলাম।’

তাপসী আরও যোগ করেন, ‘আচমকা এক ব্যক্তি আমাকে পেছন দিক থেকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে। আমি বুঝলাম আবার এক-ই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তৎক্ষণাৎ আমি ওই ব্যক্তির আঙুল ধরে তা মুচকে দিই এবং খুব দ্রুত সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসি।’

পর্দায় তিনি বরাবরের সাহসিনী। লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরেও সেই একই রকম সাহসী তাপসী। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন। সম্প্রতি রিয়া চক্রবর্তীর সমর্থনে মুখ খোলায় অনেক বিরূপ মন্তব্য উঠেছে তার দিকে।

কোনও কিছুকে তোয়াক্কা না করেই রিয়ার পাশে দাঁড়িয়েছেন তিনি। একইভাবে অভিনেত্রী পায়েল ঘোষ পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ আনার পর বন্ধু অনুরাগের পাশে ছিলেন তিনি। বন্ধুর কঠিন সময়ে তার সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছিলেন অনুরাগই তার দেখা সবচেয়ে বড় একজন নারীবাদী মানুষ।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর