thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শিরোপা জয় গলফার সিদ্দিকের

২০১৩ নভেম্বর ১০ ২০:২৪:০৪
শিরোপা জয় গলফার সিদ্দিকের

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ভারতের অনির্বাণ লাহিড়ীকে পেছনে ফেলে বরিবার দিল্লিতে হিরো ইন্ডিয়া ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর রহমান। এটা তার পেশাদার ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা। সঙ্গে জিতেছেন প্রায় দেড় কোটি টাকার প্রাইজমানি। এর আগে ব্রুনাই ওপেনে এশিয়ান ট্যুরের প্রথম শিরোপা জিতেছিলেন ২০১০ সালে। তা ছিল পেশাদার গলফে কোনো বাংলাদেশির প্রথম শিরোপা।

দিল্লিতে অনুষ্ঠিত প্রথম রাউন্ড থেকেই শীর্ষে থাকা নিশ্চিত করেছিলেন বাংলাদেশের সিদ্দিকুর। দ্বিতীয় দিন-তৃতীয় দিনও কাটিয়েছেন সেভাবেই। আর চূড়ান্ত দিন অনেক নাটকীয়তার পর জয় করেছেন শিরোপা। শেষ রাউন্ডে কখনো পারের সমান, কখনো পারের চেয়ে বেশি শট খেলেছেন বাংলাদেশের সেরা এই গলফার। তবে শেষ পর্যন্ত পারের চেয়ে ৫ শট বেশি খেলেও চ্যাম্পিয়ন হয়েছেন। ৭২ শটের খেলায় প্রথম তিন দিন খেলেছিলেন ৬৬, ৬৬ ও ৬৭টি করে শট। চতুর্থ দিন শেষে ৪ রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৪ শট কম খেলেছেন। তিনি পেছনে ফেলেছেন ভারতের অনির্বাণ লাহিড়ীকে। লাহিড়ী সিদ্দিকের চেয়ে এক শট বেশি খেলে রানার আপ হয়েছেন।

২১-২৪ নভেম্বর অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ক্লাবে হবে গলফের বিশ্বকাপ। সেখানে প্রথম বাংলাদেশি গলফার হিসেবে খেলবেন। বিশ্বকাপের আগে ভারতে নিজেকে বেশ ভালোমতোই ঝালিয়ে নিয়েছেন সিদ্দিকুর। বিশ্বকাপের আগে অবশ্য অস্ট্রেলিয়ান মাস্টার্সেও খেলার কথা রয়েছে তার।

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর