thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

এবার করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

২০২০ অক্টোবর ২১ ১২:৫৮:৪৮
এবার করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

দ্য রিপোর্ট ডেস্ক: গত জুনে মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হক সুমি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় তার পরিবারের আরো কয়েকজন সদস্যও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। তবে সুস্থ ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের দুই সন্তান মোর্ত্তজা ও সাহেল মোর্ত্তজা। কিন্তু এবার তারাও কোভিড-১৯ পজিটিভ হয়েছে। মাশরাফির পারিবারিক সূত্রে জানা গেছে, আপাতত হুমায়রা ও সাহেল শারীরিকভাবে সুস্থ আছে।

কয়েকদিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দিলে হুমায়রা ও সাহেলকে কোভিড-১৯ টেস্ট করানো হয়। তখন দুজনেরই পজিটিভ আসে। তবে আশার খবর হলো, আপাতত জ্বর নেই, সুস্থ আছে হুমায়ারা-সাহেল। মাশরাফির ঢাকার বাসাতেই চিকিৎসা চলছে তাদের। এমনটাই জানা গেছে ম্যাশের পারিবারিক সূত্রে।

গত মার্চ থেকেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন মাশরাফি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কয়েকদিন আগেই জানিয়েছে, আগামী মধ্যে নভেম্বরে করপোরেট টি-টোয়েন্টি দিয়ে এ তারকা ফিরতে পারেন মাঠের লড়াইয়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর