thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

সূচকের পতন, কমেছে লেনদেনও 

২০২০ অক্টোবর ২১ ১৬:২০:৫৬
সূচকের পতন, কমেছে লেনদেনও 

দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচকের পতনে শেষ হয়েছেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের লেনদেন। অন্যদিকে কমেছে লেনদেনের পরিমানও । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক দশমিক ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে।ডিএসইএস বা শরীয়াহ সূচক ২পয়েন্ট কমে ১১১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতেআজ৮৫৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৯ কোটি ৭৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৯১৫ কোটি ৫ লাখ টাকার।

এছাড়া আজ ৩৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৯টির । দর কমেছে ১৭৮ টির এবং ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

তবে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮ পয়েন্টে।

সিএসইতে আজ ২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্য রিপোর্ট/এএস/ ২১ অক্টোবর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর