thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ওয়েব সিরিজে কপিল শর্মা, পারিশ্রমিক ২০ কোটি!

২০২০ অক্টোবর ২২ ০৯:২৭:০০
ওয়েব সিরিজে কপিল শর্মা, পারিশ্রমিক ২০ কোটি!

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের সবচেয়ে জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’। এই অনুষ্ঠানের প্রাণভোমরা কপিল শর্মা। এই কমেডিয়ান ভারত ও উপমহাদেশে ব্যাপক জনপ্রিয়। যার সুবাদে তাকে যেকোনো প্রোজেক্টে নেয়ার জন্য দিতে হয় মোটা অংকের পারিশ্রমিক।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন কপিল শর্মা। আর এই সিরিজের জন্য তিনি পারিশ্রমিক হাঁকিয়েছেন ২০ কোটি রুপি!

সম্প্রতি কপিলের জনপ্রিয় শো’তে অতিথি হয়ে আসেন শত্রুঘ্ন সিনহা এবং তার ছেলে লব সিনহা। তাদের সামনে শত্রুঘ্নর মিমিক করছিলেন কৃষ্ণা। তখনই কথা প্রসঙ্গে তিনি বলে ফেলেন, ‘কপিল এবার ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায়।’

এখানেই থামেননি তিনি। বলেন, এর জন্য নাকি ২০ কোটি টাকা পাচ্ছেন কপিল। যদিও কথাটি একপ্রকার ঠাট্টার ছলে বলা, তারপরও অনেকের ধারণা, কথাটি সত্যও হতে পারে। কারণ কপিলের জনপ্রিয়তা আকাশচুম্বি।

শুধু উপস্থাপনা নয়, ইতোমধ্যে বলিউডেও সিনেমা করেছেন কপিল শর্মা। তার অভিনীত ‘ফিরিঙ্গি’ ও ‘কিস কিস কো পেয়ার কারে’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। তবে কোন প্রতিষ্ঠানের ওয়েব সিরিজে তিনি কাজ করছেন কিংবা তার সহশিল্পীও বা কারা, সেটা জানা যায়নি এখনো।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর