thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বাসার সামনে সমাজসেবা অফিসের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা

২০২০ অক্টোবর ২৩ ১১:০৫:১২
বাসার সামনে সমাজসেবা অফিসের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে শহর সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ির কাছে তাকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসাপাতালের মর্গে নিয়েছে পুলিশ।

নিহত ফারুক হোসেন পৌর শহরের তাতিঁপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, রাত ১১টার দিকে সদর থানা মোড়ের একটি দোকান থেকে কয়েল কিনে ফারুক হোসেন বাড়ি ফিরছিলেন। বাড়ির ২০ গজ পূর্বে আসার পর কয়েকজন দুবৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা খুঁজে বের করতে মাঠে কাজ করছে পুলিশ।

ফারুক হোসেন ২০০৮ সালে মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরে রাঁধুনি হিসেবে যোগদান করেন। পরে বিভাগীয় পরীক্ষা দিয়ে পদোন্নতি পেয়ে মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর