thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ

২০২০ অক্টোবর ২৩ ১৮:২৫:৪৩
উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি। ফলে শনিবার (২৪ অক্টোবর) থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা আব্দুর রহমান।

তিনি জানান, খুলনা দিয়ে নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। তবে নিম্নচাপের প্রভাবে আজ রাতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে। শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।

এদিকে সকাল ৬টার পর দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ। তবে সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৪ মিলি. বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালির খেপুপাড়ায়।

অন্যদিকে আবহাওয়ার ৬ নম্বর বিশেষ বুলেটিনে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর