thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

করোনায় মৃত্যু ১২ লাখ ছাড়াল

২০২০ নভেম্বর ০১ ০৯:৪৬:৫২
করোনায় মৃত্যু ১২ লাখ ছাড়াল

দ্য রিপোর্ট ডেস্ক: সংক্রমণ শুরুর পর এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে মৃত্যু ১২ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা মাঝে কমলেও আবার তা বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৬৩ লাখের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১৯৩ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩৪ লাখের বেশি মানুষ।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ২ হাজার ৫৯০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন এবং মারা গেছে ১ লাখ ২২ হাজার ১৪৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯০২ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ১৮ হাজার ১১৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৯০ জন।

পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ৬২৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৭৮৮ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২০ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০১নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর