thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

চলে গেলেন অস্কারজয়ী ‘জেমস বন্ড’ শন কনারি

২০২০ নভেম্বর ০১ ১০:১৩:৪১
চলে গেলেন অস্কারজয়ী ‘জেমস বন্ড’ শন কনারি

দ্য রিপোর্ট ডেস্ক: চলে গেলেন জেমস বন্ড চরিত্রে দুর্দান্ত অভিনয় করা অস্কারজয়ী ব্রিটিশ স্কটিশ অভিনেতা স্যার শন কনারি। তার বয়স হয়েছিল ৯০ বছর। শনিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তিনটি গোল্ডেন ও দুটি বাফটা পুরস্কারপ্রাপ্ত স্যার শন কনারি ১৯৬২ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত জেমস বন্ডের সাতটি চরিত্রে রঙিন পর্দা মাতান। ইন্ডিয়ানা জোন্স, লাস্ট ক্রুসেড, দ্য রক ছবিতে অভিনয় করে তিনি বেশ পরিচিতি পান।

দীর্ঘ অভিনয় জীবনে একবার অস্কার, দুইবার বাফটা পুরস্কার ও তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার ছাড়াও অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

১৯৮৮ সালে ‘দ্য আনটাচেবল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অস্কার পান। ২০০০ সালে তাকে নাইট উপাধি দেয়া হয়।

এ বছর আগস্টে স্যার শন কনারি তার ৯০তম জন্মদিন উদযাপন করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০১নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর