thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

পল্টনে মুসল্লিদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

২০২০ নভেম্বর ০২ ১২:২২:২৩
পল্টনে মুসল্লিদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও ইসলামবিদ্বেষী আচরণের প্রতিবাদে বায়তুল মোকাররম, পল্টন এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিরা। তবে অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিভিন্ন ইসলামী দলের নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদ, পল্টন মোড় ও আশপাশের এলাকায় এসে জড়ো হন। তারা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে এর প্রতিবাদ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।’

বিক্ষোভকারীরা বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীর শ্রেষ্ঠ মানব। অথচ তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে।’ তারা এ ঘটনায় উপযুক্ত শাস্তি দাবি করে ফ্রান্স দূতাবাস ঘেরার ঘোষণা দেন।

এদিকে, মুসল্লিদের বিক্ষোভের কারণে পল্টন থেকে কাকরাইল, গুলিস্তানসহ এর আশপাশের সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

(দ্য রিপোর্ট/আরজেড/০২নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর