thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে বেষ্ট ইলেকট্রনিক্স

২০২০ নভেম্বর ০৩ ১৩:০১:৪১
পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে বেষ্ট ইলেকট্রনিক্স

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে বেস্ট ইলেক্ট্রনিক্স। বুক বিল্ডিং পদ্ধতি ব্যবহার করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে এই টাকা উত্তোলন করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি গাজীপুর ও চুয়াডাঙ্গায় নিজস্ব দুটি কারখানার মোট চারটি ইউনিটকে আধুনিকায়ন করবে।

গ্লোবাল ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্সেস বাংলাদেশের উচ্চ পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুচরা বিক্রেতা হিসেবে২০১৩ সালে যাত্রা শুরু করে বেস্ট ইলেকট্রনিক্স। তারপর আর পেছন ফেরে তাকায়নি কোম্পানিটি।মাত্র ১২টি শোরুম নিয়ে শুরু করা এই কোম্পানিরসারা দেশে বর্তমানশোরুমের সংখ্যা ১২০ টিরও বেশি।হিটাচি, শার্প, প্যানাসনিক, ভার্পুল, ফিলিপস, ভি-গার্ড, তোশিবা এবং মিডিয়া ব্রান্ডের পন্য বাজারে সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি ।

‘কনিওন’ বেস্ট ইলেক্ট্রনিক্সের নিজস্ব ব্র্যান্ড । ‘কনিওন’ ব্র‌্যান্ডের ফ্যান, এয়ার কন্ডিশনার, ফ্রিজ এবং অন্যান্য পন্যবাজারে আধিপত্য বিস্তার করেছে।

এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান বলেন, ‘ভোক্তাসাধারণের স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রার নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। বেস্ট ইলেকট্রনিক্স মানুষের আস্থা অর্জন করতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন,বেস্ট ইলেকট্রনিক্স কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করতে চায়।

উল্লেখ্য,২০১৯ সালেকোম্পানিটির বার্ষিক আয় ছিল প্রায় ২৫০ কোটি টাকা এবং কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৫ কোটি টাকা।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিবিআইএল) কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে বলে জানা গেছে। এরইমধ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দ্য রিপোর্ট/এএস/৩রা নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর