thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

মার্কিন নির্বাচন: বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩

২০২০ নভেম্বর ০৪ ১৫:০৭:১০
মার্কিন নির্বাচন: বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩

দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল যতই প্রকাশ হচ্ছে ততই লড়াইটা জমে উঠছে। তবে শেষ হাসি কে হাসবে? বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, নাকি ডেমোক্র্যাট দলের জো বাইডেন। তা জানতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

বুথফেরত জরিপ নিয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত সবশেষ তথ্য মতে, ২৩৮ ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট। এখনো বাকি ৮৭ মূল্যবান ইলেক্টোরাল ভোট।

৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এ পর্যন্ত ৪৪টির ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে ভোটের ব্যবধানেও এগিয়ে বাইডেন। তিনি ৬ কোটি ৭৪ লাখ ৯৯৩ ভোট পেয়েছেন। অন্যদিকে টাম্প পেয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার ৬২৭ ভোট।

বিশ্লেষণে দেখা যায়, গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য টেক্সাসে জয় পেয়েছেন ট্রাম্প। সেক্ষেত্রে এখন ব্যাটেলগ্রাউন্ড হিসেবে ধরা হচ্ছে এরিজোনা এবং পেনসেলভেনিয়াকে। বাকি অঙ্গরাজ্যগুলোর অধিকাংশটিতে এগিয়ে রয়েছে ট্রাম্প। তবে জয়ের বিষয়ে আশাবাদী বাইডেন। এক ভাষণে তিনি বলেছেন, 'জয়ের আমাদের হবে বলে আশা করছি, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনো অনেক খেলা বাকি'।

কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি ও রোড আইল্যান্ডে জয় পেয়েছেন জো বাইডেন। অন্যদিকে টেক্সাস, ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, ওকলাহোমা ও টেনেসি-তে জয় পেয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার ভোটের দিনের আগেই ১০ কোটি ২ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মোট ভোটারের ৭৩ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর