thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সূচক কমেছে, লেনদেন বেড়েছে

২০২০ নভেম্বর ০৪ ১৪:৫৬:০২
সূচক কমেছে, লেনদেন বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন, ডিএসই প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৯ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট কমে ১১১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৭০৬ পয়েন্টেঅবস্থান করছে ।

ডিএসইতে আজ টাকার পরিমানে ৮২০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২৫ কোটি ৬৪ লাখ টাকা বেশি।

ডিএসইতে দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৮৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪১১৮ পয়েন্টে অবস্থান করছে। ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট ।

দ্য রিপোর্ট/এএস/৪ঠা নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর