thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ডিএসইতে রাজস্ব আদায় কমেছে

২০২০ নভেম্বর ০৪ ১৫:৪২:২৩
ডিএসইতে রাজস্ব আদায় কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অক্টোবরে রাজস্ব আদায় সেপ্টেম্বর মাসের তুলনায়কমেছে। রাজস্ব কম আদায়ের পেছনের কারণ হিসেবে ডিএসই বলছে- অক্টোবর মাসে বাজারে লেনদেন কিছুটা কম হয়েছে।

জানা যায়, বিগত সেপ্টেম্বরে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছিল মোট ২৭ কোটি ৪৯ লাখ টাকা। অন্যদিকে, অক্টোবরে আদায় হয়েছে ২১ কোটি ৬২ লাখ টাকা।

অক্টোবরের মোট রাজস্বের অধিকাংশই এসেছে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে। এ খাত থেকে ১৭ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৪১৩ টাকার রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে, উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৩৬৭ টাকা।

সেপ্টেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে আদায় হয়েছিল ২২ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৫০২ টাকা এবং উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছিল ৫ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৯১৯ টাকা।

দ্য রিপোর্ট/এএস/৪ঠা নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর