thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গের সিনেটর নির্বাচিত

২০২০ নভেম্বর ০৫ ২০:০১:৩৮
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গের সিনেটর নির্বাচিত

দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রেই রেকর্ড তৈরি হয়েছে। আগাম ভোট, পপুলার ভোটে রেকর্ডসহ আরো একটি নজির স্থাপিত হয়েছে নির্বাচনে। সেটি হল- দেশটির ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের কোনো সিনেটর নির্বাচিত হওয়া।

ডেলওয়্যার অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে ডেমোক্রেটের টিকিটে সিনেটর নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সারা ম্যাকব্রাইড। ৩০ বছর বয়সী এ নতুন সিনেটর একাই পেয়েছেন সিনেট ডিস্ট্রিকের ৭৩ ভাগ ভোট।

জয়ের পর এক টুইটবার্তায় উচ্ছাস জানিয়ে সারা লেখেন– ‘আমরা পেরেছি। আমরা সাধারণ নির্বাচনে জয় পেয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ ও ধন্যবাদ।’

১৯৭৬ সাল থেকে আসনটি ধরে রেখেছিলেন ডেমোক্র্যাট নেতা হ্যারিস ম্যাকডোয়েল। এবার প্রার্থীতা থেকে নিজে সরে গিয়ে সারাকে সুযোগ করে দেন হ্যারিস।

২০১৬ সালে ওবামা প্রশাসনের সময় সারা হোয়াইট হাউজের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। বছরের শুরুর দিকে নির্বাচনী প্রচারের জন্য ২ লাখ ৭০ হাজার ডলার অনুদান পেয়েছিলেন সারা ম্যাকব্রাইড।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর