thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

‘পর্ন ভিডিও’ চিত্রায়নের অভিযোগে গ্রেপ্তার পুনম পাণ্ডে

২০২০ নভেম্বর ০৬ ১০:৪৪:৩৬
‘পর্ন ভিডিও’ চিত্রায়নের অভিযোগে গ্রেপ্তার পুনম পাণ্ডে

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার ভারতের গোয়ার কঙ্কনা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অশ্লীল ভিডিও ধারণ করেছেন।

পুলিশ জানায়, ভারতের পর্যটন নগরী গোয়ার চাপোলি ধামে ‘পর্ন ভিডিও’ ধারণ করছিলেন পুনম পাণ্ডে। এরপর তার বিরুদ্ধে গোয়ার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ও দ্য ওম্যান উইং অব গোয়া ফরোয়ার্ড পার্টির পক্ষ থেকে মামলা দায়ের হয়। সেই মামলার পরই একটি রিসোর্ট থেকে পুনমকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গোয়া ফরওয়ার্ড পার্টির সহ-সভাপতি দুর্গাদাস কামাত। তিনি বলেন, চাপোলি ধামে ‘পর্ন ভিডিও’ শুট করেছেন পুনম। ওই জায়গাটি জলসম্পদ দপ্তরের নিয়ন্ত্রণাধীন। এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে। তাহলে কীভাবে ওই জায়গায় এমন অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হলো? দিনে দিনে গোয়াকে কি নীল ছবি তৈরির জায়গা করে তোলার চেষ্টা হচ্ছে?

পুনম পাণ্ডে বরাবরই বিতর্কিত মডেল। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ খোলামেলা ও নগ্ন ছবি-ভিডিও পোস্ট করে নিজেকে আলোচনায় রাখেন। নগ্নতার জন্য তার সোশ্যাল অ্যাকাউন্টও বাতিল হয়েছিল। এছাড়া প্রতিনিয়ত সমালোচনার মুখে তো পড়তে হয়ই। তবে এসব বিতর্কের পাশ কাটিয়ে পুনম নিজের মতই চলেন। এবার সেই চলার পথে লাগাম ধরেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর