thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

করোনায় একদিনে পৌনে ৯ হাজার প্রাণহানি, আক্রান্ত ৬ লাখ

২০২০ নভেম্বর ০৬ ১০:৫৮:৫২
করোনায় একদিনে পৌনে ৯ হাজার প্রাণহানি, আক্রান্ত ৬ লাখ

দ্য রিপোর্ট ডেস্ক: চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে সারা বিশ্বে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। আক্রান্তের সারিতেও প্রতিদিন যোগ হচ্ছে লাখ লাখ মানুষের নাম। কিছুদিন আগে আক্রান্তের সংখ্যা এক লাখ থেকে আড়াই লাখের মধ্যে উঠানামা করলেও হঠাৎ করে বেড়ে গেছে অদৃশ্য এই ভাইরাসটির আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত একদিনে সারাবিশ্বে আট হাজারেও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় লাখের মতো মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ৩০৩ জন। একই সময়ে মারা গেছেন ৮ হাজার ৭১৭ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৮ হাজার ১৭৭ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৯ লাখ ১৯ হাজার ৫২২ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৫৩ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৪ লাখ ১১ হাজার ৩৪ জন এবং মারা গেছে ১ লাখ ২৫ হাজার ২৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৬ লাখ ১৪ হাজার ২৫৮ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৭৭৯ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ লাখ ১২ হাজার ৮৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৫০৯ জন।

পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৬ লাখ ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৩৭ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২২ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ১৬ হাজার ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ২১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬নভেম্বর , ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর