thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়লেন কমলা হ্যারিস

২০২০ নভেম্বর ০৮ ০৮:৩৯:৩০
প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়লেন কমলা হ্যারিস

দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পাশাপাশি ইতিহাস গড়লেন কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের আড়াইশ’ বছরের ইতিহাসে এই প্রথম কোন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার সাবেক এই সিনেটর।

১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় ওকল্যান্ডে জন্ম কমলা হ্যারিসের। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভুত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। ২০১০ সালে প্রথম নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন কমলা।

যুক্তরাষ্ট্রের এ পর্যস্ত মাত্র ২ জন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন ও ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তবে এই দুজনের কেউ নির্বাচিত হতে পারেনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর