thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আজ

২০২০ নভেম্বর ০৮ ০৮:৪১:৩৯
মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আজ

দ্য রিপোর্ট ডেস্ক: জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যা ছয়টায় শুরু হবে এই বিশেষ অধিবেশন। চারদিনের এই বিশেষ আয়োজনের উদ্বোধনী পর্বে ভাষণ দিবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে অধিবেশনে অংশ নিতে বলা হয়েছে সব সংসদ সদস্যদের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আয়োজনের কথা ছিলো আরো আগেই। কিন্তু মার্চে করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে তা আটকে যায়। দেশি-বিদেশি অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও রাষ্ট্রনায়কদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে জানার ও জানানোর এই আয়োজনের কিছুটা কাটছাট করে ‘মুজিব বর্ষের’ বিশেষ অধিবেশন বসছে কাল রোববার।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে বিদেশ ভ্রমণে সীমাবদ্ধতা থাকায় বিশ্ব নেতারা অংশ নিতে পারছেন না চারদিনের বিশেষ এই পর্বে। তবে বক্তব্য রাখবেন দেশের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা।

শুধুমাত্র সংসদ সদস্যদের মধ্যে যারা বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন এমন সদস্যরা এই পর্বে আলোচনায় অংশ নেবেন। তবে স্বাস্থ্যবিধি মেনে বর্তমান সংসদের সব সদস্যকে এই পর্বে অংশ নিতে বলা হয়েছে বলে জানান জাতীয় সংসদের চিফ হুইপ।

চারদিনের এই বিশেষ পর্ব শেষে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনে কয়েকটি বিল ও আইন পাসের জন্য উত্থাপন হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর