thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

শ্বশুরের বায়োপিকে জামাই!

২০২০ নভেম্বর ০৮ ১৩:১৫:৫৬
শ্বশুরের বায়োপিকে জামাই!

দ্য রিপোর্ট ডেস্ক: তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। এছাড়া হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও দেখা গেছে তাকে।

শোনা যাচ্ছে, এই কিংবদন্তি অভিনেতার বায়োপিক নির্মাণের পরিকল্পনা চলছে। আর এতে অভিনয় করবেন তার মেয়ে জামাই অভিনেতা ধানুশ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে রজনীকান্তকে নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেন তামিল সিনেমার নির্মাতা এন লিঙ্গস্বামী। শুধু তাই নয়, তিনি জানান, এই কিংবদন্তি অভিনেতার চরিত্রে ধানুশকে চান তিনি। এরপর থেকেই রজনীকান্তের বায়োপিক নির্মাণের গুঞ্জন চাউর হয়।

বাস কন্ডাক্টর থেকে কিংবদন্তি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রজনীকান্ত। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বায়োপিক নির্মাণের ‍গুঞ্জন চাউর হওয়ার পর থেকেই বেশ উচ্ছ্বসিত ভক্তরা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এন লিঙ্গস্বামী পরিচালিত সর্বশেষ সিনেমা ‘সান্দাকোজি টু’। এতে অভিনয় করেন বিশাল ও কীর্তি সুরেশ। এরপর এখনো কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি এই নির্মাতা।

রজানীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের স্বামী ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর তাদের বিয়ে হয়। ঐশ্বরিয়া-ধানুশ দম্পতির দুই ছেলে— যাত্রা ও লিঙ্গা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর