thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

 বসুন্ধরা  পেপার মিলসের ১০ শতাংশ লভ্যাংশ  ঘোষণা 

২০২০ নভেম্বর ০৮ ১৫:৩২:২০

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্তঅর্থবছরেকোম্পানিটিরশেয়ারপ্রতিআয় (ইপিএস) হয়েছেটাকা৬৪পয়সা।আগেরবছরকোম্পানিটিরইপিএসছিলটাকা৬৮পয়সা। গত৩০জুন, ২০২০তারিখেকোম্পানিরশেয়ারপ্রতিপ্রকৃতসম্পদমূল্য (এনএভিপিএস) ছিল৪৩টাকা৫৫পয়সা।

কোম্পানিটিরবার্ষিকসাধারণসভা (এজিএম)আগামী২৪ডিসেম্বর, সকালসাড়ে১০টায়ডিজিটালপ্ল্যাটফর্মে অনুষ্ঠিতহবে।এররেকর্ডডেটনির্ধারণকরাহয়েছে৩০নভেম্বর।

দ্য রিপোর্ট/এএস/৮ নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর