thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

 ৭ ডিসেম্বর এনার্জিপ্যাকের আইপিও আবেদন শুরু

২০২০ নভেম্বর ০৯ ১২:২৭:০০
 ৭ ডিসেম্বর এনার্জিপ্যাকের আইপিও আবেদন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যেএনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।আগামী ৭ ডিসেম্বর থেকে কোম্পানিটি আইপিও আবেদন গ্রহণ করবে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে বলে জানা গেছে।

এর আগে গত ২১ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কোম্পানিটিতে সাধারণ বিনিয়োগকারীদের আবেদন করার জন্য অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য,পুঁজিবাজারে আসার লক্ষ্যে কোম্পানিটি বুক বিল্ডিংয়ের মাধ্যমেইতোমধ্যে ৫০ শতাংশ অর্থ সংগ্রহ করার প্রক্রিয়া শেষ করেছে । এখন বাকী ৫০ শতাংশ শেয়ারের জন্য সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন।

বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২১ টাকা। ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরে সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫.১৫ টাকা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩০.২০ টাকা। এ সময়ে কোম্পানিটির ইপিএস (শেয়ারপ্রতি মুনাফা)হয়েছে ৩.১৩ টাকা।

দ্য রিপোর্ট/এএস/৯নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর