thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

পানির নিচে কাজলের মধুচন্দ্রিমা

২০২০ নভেম্বর ০৯ ১৬:৫৪:৫০
পানির নিচে কাজলের মধুচন্দ্রিমা

দ্য রিপোর্ট ডেস্ক: তিন বছরের প্রেমে শেষে বেশ আয়োজন করেই কিছুদিন আগে প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এবার তারা মধুচন্দ্রিমার বিশেষ সময় কাটাচ্ছেন। তাদের মধুর সময়গুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিচ্ছেন নায়িকা নিজেই। একের পর এক ছবি প্রকাশ করে কাউকে ঈর্ষায় আর কাউকে আফসোসে ভাসিয়ে দিলেন কাজল। বরকে নিয়ে তিনি এখন আছেন মালদ্বীপের কনরাড দ্বীপে। সমুদ্রের মাঝখানে অবকাশযাপন করছেন তারা।

ছবিতে দেখা যায়, লাল বিচ গাউনে কাজলকে জড়িয়ে রেখেছেন গৌতম। ক্যাপশনে লিখেছেন, ‘সুন্দর তুমি’। আরেকটি ছবিতে কয়েকটি প্রয়োজনীয় জিনিসের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সৈকতে আমার কিছু প্রয়োজনীয় জিনিস’।

ইনস্টাগ্রাম দেওয়া ছবিতে কিসলু ও কাজল জানিয়েছেন, তাঁরা মালদ্বীপে রাঙ্গালি আইল্যান্ড রিসোর্টে আছেন। এই হোটেলটি মালদ্বীপের রাঙ্গালি দ্বীপে পানির নিচে অবস্থিত। সেখানেই তারা মধুচন্দ্রিমার বিশেষ সময় কাটাচ্ছেন।

সমুদ্র থেকে প্রায় ১৬ ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের ভেতরে আছে কাচঘেরা একটি রেস্তোরাঁ। যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা দেখা যায়। সমুদ্রের নিচে ১৮০ ডিগ্রি প্যানারমিক ভিউতে বসে রেস্টুরেন্টের খাবারের তালিকা অনুযায়ী মালদ্বীপের গলদা চিংড়ি আর পশ্চিমা খাবার খাওয়া যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ করতে হয় প্রায় ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখের বেশি।

প্রসঙ্গত, গত জুন মাসে আংটিবদল সেরেছিলেন কাজল আগারওয়াল ও গৌতম কিসলু। এরপর গত ৩০ অক্টোবর ধুমধাম করে তাঁদের বিয়ে হয়। প্রায় তিন বছর প্রেম করার পর বিয়ে করেছেন তাঁরা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর