thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

আলোচিত র‍্যারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি

২০২০ নভেম্বর ১০ ০৮:২০:৫১
আলোচিত র‍্যারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি

দ্য রিপোর্ট প্রতিবেদক: র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বদলির বিষয়ে নিশ্চিত করে সারোয়ার আলম বলেন, ‘নতুন দায়িত্বে যেন সফল হতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’

উল্লেখ্য, ২৭তম বিসিএসের মাধ্যমে মো. সারোয়ার আলম যোগ দেন প্রশাসনে। এতদিন তিনি র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১০নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর