thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক কমলেও বেড়েছে লেনদেন

২০২০ নভেম্বর ১০ ১৬:১৬:০৪
সূচক কমলেও বেড়েছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১০ নভেম্বর) সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমলেও লেনদেন বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ১১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭০৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯২৫ কোটি ১১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮১ কোটি ৩২ লাখ টাকা। এ বাজারে লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮০টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১২ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ার দর।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৮ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/১০নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর