thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১,  ২৭ রবিউল আউয়াল 1446

দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় ৪ শতাধিক যান

২০২০ নভেম্বর ১১ ০৯:২৮:৩৫
দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় ৪ শতাধিক যান

মানিকগঞ্জ প্রতিনিধি: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যান। এসব যানের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে আটকে থাকায় চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে শতাধিক ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কেও দুই শতাধিক পণ্যবাহী ট্রাককে পদ্মা পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

গাড়ির চালকরা জানান, তাদের দুর্ভোগের শেষ নেই। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা তারা এভাবে নদী পারের অপেক্ষায় সড়কে আটকে থাকলেও এই সমস্যার সমাধান হয় না।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, মাঝে মধ্যে যানবাহনের চাপ বাড়ায় দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়। ঘাট প্রান্তে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই। তবে গোয়ালন্দে মোড়ে কিছু ট্রাকের সিরিয়াল থাকতে পারে। বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর