thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

ডিএমপিতে ১৭ পুলিশ পরিদর্শক পদে রদবদল

২০২০ নভেম্বর ১১ ১৯:৩৪:৩৬
ডিএমপিতে ১৭ পুলিশ পরিদর্শক পদে রদবদল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

১০ নভেম্বর, ২০২০ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

ডিএমপির সশস্ত্র পুলিশ পরিদর্শক লাইনওআর মো. সাব্বির আহমেদকে লজিস্টিক বিভাগে, মো. অহিদ মিয়াকে পিওএম-পশ্চিম বিভাগে, মো. জুবেদ আহমদকে পিওএম-পূর্ব বিভাগে, মো. আবুল হোসেনকে প্রটেকশন বিভাগে, মো. মফিদুল ইসলামকে পিওএম-উত্তর বিভাগে, মো. ফারুক উদ্দিন সরকারকে প্রটেকশন বিভাগে, মো. আলা উদ্দিনকে প্রটেকশন বিভাগে, মো. শাহীন শাহকে পিওএম-উত্তর বিভাগে, মো. মহিউদ্দিনকে পিওএম-উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির সশস্ত্র পুলিশ পরিদর্শক লাইনওআর শ্রী প্রিয়লাল চন্দ্র ঘোষকে পিওএম-উত্তর বিভাগে, শুভ্র বড়ুয়াকে পিওএম-দক্ষিণ বিভাগে, মো. আবুল বশর চৌধুরীকে কল্যাণ ও ফোর্স বিভাগে, মো. ময়দর আলীকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, মো. আলাউদ্দিনকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, মো. আব্দুল ওহাবকে লজিস্টিক বিভাগে, মো. সোহরাব উদ্দিনকে পিওএম-দক্ষিণ বিভাগে এবং মো. নজরুল ইসলামকে পিওএম-উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর