thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত আজিজুল হাকিম

২০২০ নভেম্বর ১২ ১৩:৫০:৫৬
স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত আজিজুল হাকিম

দ্য রিপোর্ট প্রতিবেদক: টিভি পর্দার নন্দিত অভিনেতা আজিজুল হাকিম মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু তিনি একাই নন, তার স্ত্রী-নির্মাতা জিনাত হাকিম এবং তাদের পুত্র মুহাইমিন রেদোয়ানও একই রোগে আক্রান্ত। খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

নাসিম জানান, রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন আজিজুল হাকিম পরিবার। গত মঙ্গলবার তাদের রিপোর্ট পজিটিভ আসে। তবে তাদের শারীরিক কোনো জটিলতা এখনো দেখা যায়নি। যার ফলে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।

আরও কিছু পরীক্ষা করানো হয়েছে। সেগুলোর রিপোর্ট অনুযায়ী পরবর্তী করণীয় জানাবেন চিকিৎসকরা।

দেশের একসময়ের দারুণ জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। গত শতাব্দীর আশির দশক থেকে এই শতকের শূন্য দশক পর্যন্ত তিনি দাপটের সঙ্গে নাটকে কাজ করেছেন। মঞ্চ এবং টিভি দুই ভুবনেই সমান উপস্থিতি তার। সংখ্যায় কম হলেও এখনো তিনি কাজ করেন অভিনয় জগতে।

১৯৯৩ সালে নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন আজিজুল হাকিম। তাদের দুই ছেলেমেয়ে। মেয়ে নাযাহ হাকিমের বিয়ে হয়েছে বছর দুয়েক আগে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর