thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মাস্ক ছাড়া ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ

২০২০ নভেম্বর ১৩ ১০:২৮:৪৮
মাস্ক ছাড়া ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ

ঢাবি প্রতিনিধি: আজ শুক্রবার থেকে মাস্ক ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য ক্যাম্পাসে প্রবেশের প্রতিটি সড়কে নিরাপত্তাচৌকি বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রক্টর বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ক্যাম্পাসে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সন্ধ্যার পর কোনো বহিরাগত অকারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এ জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে নিরাপত্তাচৌকি থাকবে।

এর আগে গত মার্চ মাসের শেষের দিক থেকে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত ও ফুলার রোড এলাকা ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম বন্ধ থাকলেও সীমিত পরিসরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চালু আছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৪০ জনে। আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জনে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর