thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইতে লেনদেন বেড়েছে ৭.৯১ শতাংশ

২০২০ নভেম্বর ১৪ ১৩:০৮:৫০
ডিএসইতে লেনদেন বেড়েছে ৭.৯১ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ডিএসইর সবসূচকের পতন হলেও বেড়েছে লেনদেনের পরিমান। বিদায়ীসপ্তাহে ডিএসইতে মোট ৪ হাজার ৫৫৬ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৪৪৭ টাকার শেয়ার লেনদেন হয়। আগের সপ্তাহেলেনদেন হয়েছিল ৪ হাজার ২২২ কোটি ৪৫ লাখ ৩২ হাজার টাকার শেয়ার । অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে৩৩৩ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার টাকার বা ৭ দশমিক ৯১ শতাংশ লেনদেন বেড়েছে ।সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪৩৪ কোটি ১৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আগের সপ্তাহেডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সসূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৯৪২ দশমিক ১২ পয়েন্টে । বিদায়ী সপ্তাহ শেষে সূচকটি৩৭ দশমিক ০৯ পয়েন্ট কমে অবস্থান করছে৪ হাজার ৯০৫ দশমিক ০৪ পয়েন্টে। অর্থ্যাৎ সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে দশমিক ৭৫ শতাংশ

অন্যদিকে, ডিএসইর ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহের ব্যবধানে ১ হাজার ৭২৫ দশমিক ৬৪ পয়েন্ট থেকে কমে ১ হাজার ৭১১ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছে। এবং ডিএসই শরীয়াহ সূচক এক হাজার ১২০.৪৭ পয়েন্ট থেকে কমে অবস্থান করছে এক হাজার ১১৭ দশমিক ৪৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩৬৪টি কোম্পানির শেয়ার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৮৮টির এবং দাম৭০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।

দ্য রিপোর্ট/এএস/ ১৪ নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর