thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

আল্লামা শফীকে পরিকল্পিত হত‌্যার অভিযোগ পরিবারের

২০২০ নভেম্বর ১৪ ১৪:১৬:৫২
আল্লামা শফীকে পরিকল্পিত হত‌্যার অভিযোগ পরিবারের

দ্য রিপোর্ট প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত‌্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস‌্যরা। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে পরিবার। আগামীকাল রোববার সংগঠনের কাউন্সিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামের একাংশ। সেখানে আল্লামা শফীর পরিবারের সদস‌্যরা উপস্থিত থেকে এ দাবি করেন।

উল্লেখ‌্য, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা শফী। পরদিন তাকে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার পাশে দাফন করা হয়।

১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন আহমদ শফী। এরপর থেকে টানা ৩৪ বছর ধরে তিনি ওই পদে ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর