thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

ডিএসইতে দুুই মাসে সর্বোচ্চ লেনদেন

২০২০ নভেম্বর ১৫ ১৮:৪১:০১
ডিএসইতে দুুই মাসে সর্বোচ্চ লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত দৃুই মাসের সর্বোচ্চ লেনদেনে শেষে হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। তবে সূচকের পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতেলেনদেন হয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ ৯ হাজার টাকা। যা গত দুই মাসে সর্বোচ্চ। এর আগেগত ১৩ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৩২৭ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছিলো।

তবে,দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৬৭ পয়েন্টে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১১১৪ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১৬৯৬ পয়েন্টেঅবস্থান করছে।দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির।

অন্যদিকে, রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৯৮ পয়েন্টে।লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৭ লাখ ২ হাজার টাকা। দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

দ্য রিপোর্ট/এএস/১৫ নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর