thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঘুমন্ত মা-বাবার কোল থেকে শিশু চুরি

২০২০ নভেম্বর ১৬ ১০:২৭:৩৬
ঘুমন্ত মা-বাবার কোল থেকে শিশু চুরি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোল থেকে সোহানা আক্তার নামে ১৭ দিনের এক শিশু চুরি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে মোরেলগঞ্জের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। গাবতলা গ্রামের সুজন ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা।

শান্তা আক্তার বলেন, ‘রাতে খেয়ে ঘরের আলো বন্ধ করে আমার ঘুমিয়ে পড়ছিলাম। সোহানা দুজনের মাঝখানে ছিল। রাতে কয়েকবার তাকে খাইয়েছি। রাত ২টার দিকে উঠে দেখি আমার মেয়ে নেই।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘শিশু সোহানাকে উদ্ধার করতে ভোর ৪টা থেকে আমরা অভিযান শুরু করেছি। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

ওসি আরও বলেন, ‘শান্তা আক্তারকে বিয়ে করার আগে সুজন আরও একটা বিয়ে করেছিলেন। এই সন্তান চুরি পারিবারিক কোনো ষড়যন্ত্র কি না আমরা তাও খতিয়ে দেখছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৬নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর