thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সূচকের কিছুটা উত্থান,কমেছে লেনদেন

২০২০ নভেম্বর ১৬ ১৬:২৫:৪০
সূচকের কিছুটা উত্থান,কমেছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন শেষে মূল্য সূচক কিছুটা বেড়েছে। কমেছে টাকার অংকেলেনদেন। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে৪৮৭১ পয়েন্টে অবস্থান করছে । ডিএসই শরিয়াহ সূচক ৮পয়েন্ট বেড়ে ১১২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৬৯৬ পয়েন্টেঅবস্থান করছে ।

ডিএসইতে আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকার।আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪০৭ কোটি ৫৬ লাখ টাকা কম।

দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, দর কমেছে ১৫৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৬টির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯৩৮ পয়েন্টে।। লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট ।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

দ্য রিপোর্ট/এএস/১৬ নভেম্বর/২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর