thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

নিয়ন্ত্রণে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আগুন

২০২০ নভেম্বর ১৬ ১৯:০৯:৫৬
নিয়ন্ত্রণে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আগুন।

এরআগে সোমবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের এজলাসে আদালত চলাকালীন আগুন লাগার ঘটনা ঘটেছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, আদালত চলাকালীন আগুন লাগার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে মামলার নথির ক্ষতি হওয়ার আশঙ্কা করছি। যদিও আগুন লাগার সঙ্গে সঙ্গে আদালতের স্টাফরা প্রচণ্ড ধোঁয়ার মধ্যে ঝুঁকি নিয়ে কিছু নথি বের করেছে।

জানা যায়, সংশ্লিষ্ট আদালতে আসামিদের জামিন শুনানি চলছিল। বিচারকের পাশে একটি জায়গা থেকে ধোঁয়া আসতে থাকে। এরপর পুরো এজলাস কক্ষ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে এ আগুনের সূত্রপাত। আবার কেউ কেউ বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

এদিকে প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। পানির পাশাপাশি বিশেষ এয়ারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর