thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সূচকের উত্থান,বেড়েছে লেনদেনও 

২০২০ নভেম্বর ১৭ ১৭:৩৬:১১
সূচকের উত্থান,বেড়েছে লেনদেনও 

দ্য রিপোর্ট প্রতিবেদক:মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের উত্থান দেখা গেছে। আগের দিনের তুলনায় টাকার অংকে বেড়েছে লেনদেনও । অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১২৬ ও ১৭০৪ পয়েন্টে অবস্থান করছে

ডিএসইতে আজমোট ৩৪৭টি কোম্পানির৭৯০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।যা আগের দিন থেকে ৭৫ লাখ টাকা বেশি।

দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ১২৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭১টির ।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৯ পয়েন্টে। এদিন ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০টির দর। সিএসইতে আজ ২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দ্য রিপোর্ট/এএস/১৭ নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর