thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ

২০২০ নভেম্বর ১৭ ২১:৩৮:০০
নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: দুই বছরের চুক্তিতে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ। সোমবার (১৬ নভেম্বর) শাবান মাহমুদকে এই পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদের জন্য এই নিয়োগ কার্যকর হবে।

এই চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

সাবান মাহমুদের নিয়োগের বিষয়ে, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, ’আমরা উচ্ছ্বসিত। সরকার একজন যোগ্যলোককে এই পদে নিয়োগ দিয়েছে। সাবান মাহমুদের জন্য শুভ কামনা’

উল্লেখ্য,সাবান মাহমুদবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিদৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি।

দ্য রিপোর্ট/এএস/১৭ নভেম্বর/২০২০

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর