thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

‘কমছে না মোবাইল কলরেট’

২০১৩ নভেম্বর ১০ ২১:৩১:৪২
‘কমছে না মোবাইল কলরেট’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আপাতত মোবাইল ফোনের কলচার্জ কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

রবিবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মুহা. ইমাজ উদ্দিন প্রাং এর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে মোবাইল ফোনের কলরেট সর্বনিম্ন ২৫ পয়সা থেকে সব্বোর্চ্চ ২ টাকা প্রতি মিনিট নির্ধারণ করা আছে। মোবাইল কোম্পানিগুলো এই নির্ধারিত কলরেটের মধ্যেই তাদের ব্যবসা পরিকল্পনা করে থাকে। এছাড়াও ১০ সেকেন্ড পালর্স চালু করার ফলে গ্রাহকরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে।’

একই প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে ৫টি বেসরকারি মোবাইল কোম্পানি রয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে তিনটি। এগুলো হলো- অজিয়েটা বাংলাদেশ লিমিটেডের রবি, ওরাসকম বাংলাদেশ লিমিটেডের বাংলালিংক এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এয়ারটেল। এছাড়া অন্য দুইটি মোবাইল কোম্পানি গ্রামীণফোন ও সিটিসেল টিলিরন ও সিংটেল নামক দুইটি বিদেশি কোম্পানির সঙ্গে দেশি কোম্পানির যৌথ বিনিয়োগ রয়েছে।

(দিরিপোর্ট২৪/আরএইচ/আরএইচ/এনডিএস/নভেম্বর ১০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর