thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

থাইল্যান্ডে বিক্ষোভ: নৌকায় পার্লামেন্ট ছাড়লেন এমপিরা

২০২০ নভেম্বর ১৮ ১৪:২০:৪৭
থাইল্যান্ডে বিক্ষোভ: নৌকায় পার্লামেন্ট ছাড়লেন এমপিরা

দ্য রিপোর্ট ডেস্ক: থাইল্যান্ডে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন সরকারবিরোধীরা। দেশটির পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে। এতে দুইপক্ষের সংঘর্ষে ৫৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির রাজধানী ব্যাংককে এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ‌্যম গার্ডিয়ান এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, সরকারবিরোধীরা থাই পার্লামেন্টের দিকে যেতে শুরু করলে পুলিশ এবং রয়্যাল কাউন্টার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করলে পুলিশ জল-কামান ছোঁড়ে। এ সময় নদীর পাশে অবস্থিত পার্লামেন্ট ভবন থেকে কয়েকজন এমপি নৌকায় স্থান ত্যাগ করেন।

উল্লেখ‌্য, এ বছরের জুলাই থেকে তরুণদের নেতৃত্বে সরকারবিরোধি বিক্ষোভ চলে আসছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর