thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ সালাহ

২০২০ নভেম্বর ১৯ ১৫:৩৯:২৮
দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ সালাহ

দ্য রিপোর্ট ডেস্ক: মিশরের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে গত সপ্তাহে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন মোহাম্মদ সালাহ। তবে তার শরীরে কোনো উপসর্গ ছিল না। তাই লিভারপুলের এ ফরোয়ার্ড আশা করেছিলেন দ্বিতীয় টেস্টে নেগেটিভ হবেন। কিন্তু না, ফের পজিটিভ হয়েছেন তিনি।

বুধবার মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সালাহ ফের করোনা টেস্ট করিয়েছেন। তবে এবারও রিপোর্ট পজিটিভ এসেছে।

দ্বিকীয় টেস্টেও করোনা পজিটিভ হওয়ায় লিভারপুলের হয়ে আগামী তিন ম্যাচ মিস করবেন সালাহ।

বর্তমানে মিশরে আইসোলেশনে রয়েছেন সালাহ। দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ না হওয়ায় রবিবার প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে রেডদের জার্সিতে দেখা যাবে না তাকে। এর তিন দিন পর আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে লিভারপুল। পরে ২৮ নভেম্বর ইউরোপিয়ান মঞ্চে ব্রাইটনের মুখোমুখি হবে দলটি। কিন্তু কোন ম্যাচে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড সালাহ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর