thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

লুব-রেফের আইপিও অনুমোদন 

২০২০ নভেম্বর ১৯ ১৬:৩৯:২৩
লুব-রেফের আইপিও অনুমোদন 

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৮ নভেম্বর) বিএসইসির ৭৪৯তম সভায় বুক বিল্ডিং পদ্ধতিতেঅর্থ উত্তোলনের জন্য ‘বিএনও’ ব্র্যান্ডের এ কোম্পানিকে এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক ( চলতি দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, বুক বিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি সাধারণ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। প্রতিটি শেয়ারের ইস্যু দর পড়বে ৩৩.১৫ টাকা। বুক বিল্ডিং পদ্ধতির নিলামে লুব-রেফের কাট-অফ প্রাইস নির্ধারন হয়েছে ৩০ টাকা ।

এর আগে, গত ১২ অক্টোবর লুব-রেফের কাট-অফ প্রাইস নির্ধারনের জন্য নিলাম শুরু হয়। নিলামে অংশগ্রহণকারীরা সর্বনিম্ন ১৩ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকায় দর প্রস্তাব করেন।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

দ্য রিপোর্ট/এএস/১৯ নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর