thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

রবির মুনাফা জিপির ১ শতাংশেরও কম

২০২০ নভেম্বর ১৯ ১৭:০৬:০৮
রবির মুনাফা জিপির ১ শতাংশেরও কম

দ্য রিপোর্ট প্রতিবেদক: ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার রেভিনিউ বা টার্নওভার হয় ৭ হাজার ৪৮১ কোটি ১৭ লাখ টাকার। সব ব্যয় শেষে কোম্পানিটির নিট মুনাফা হয় মাত্র ১৬ কোটি ৯১ লাখ টাকা।

অন্যদিকে, ২০১৯ সালে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীনফোনের (জিপি) রেভিনিউ বা টার্নওভার হয় ১৪ হাজার ৩৬৫ কোটি ৬৩ লাখ টাকার। সব ব্যয় শেষে কোম্পানিটি ওই বছর নিট মুনাফা করে ৩ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকা। গ্রামীনফোনের তুলনায় রবির রেভিনিউ বা টার্নওভার প্রায় অর্ধেক (৫২ শতাংশ) হলেও শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাঁদা সংগ্রহ শুরু করা রবি আজিয়াটা মুনাফা করে জিপির মাত্র ০.৪৯ শতাংশ।

কোম্পানি দুটির ২০১৯ সালের আর্থিক হিসাব বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, ৪ হাজার ৭১৪ কোটি ১৪ লাখ টাকার বিশাল পরিশোধিত মূলধন দিয়ে রবি আজিয়াটা মাত্র ১৬ কোটি ৯১ লাখ টাকার নিট মুনাফা করে। এই বিশাল আকারের পরিশোধিত মূলধন দিয়েও এত কম মুনাফা করায় কোম্পানিটির ইপিএস হয় মাত্র ০.০৪ টাকা।

অপরদিকে, একই অর্থবছরে ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধন দিয়ে ৩ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকার নিট মুনাফা করায় গ্রামীনফোনের ইপিএস হয় ২৫.৫৬ টাকা।

দ্য রিপোর্ট/এএস/১৯ নভেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর