thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

শেষবারের মতো মোহামেডানে বাদল রায়

২০২০ নভেম্বর ২৩ ১২:৪২:২৪
শেষবারের মতো মোহামেডানে বাদল রায়

দ্য রিপোর্ট প্রতিবেদক: যে ক্লাবের জার্সিতে ফুটবল খেলে লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছেন সেই মোহামেডান ক্লাবের মাঠে শেষবারের মতো নিয়ে যাওয়া হয়েছে বাদল রায়কে।

বাদল রায়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার কিছু পরে মতিঝিলের মোহামেডান ক্লাব প্রাঙ্গনে আনা হয় বাদল রায়ের মরদেহ। এখানে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১২টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে বাদল রায়ের মরদেহ। সেখানে ক্রীড়াঙ্গনের মানুষরা শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর রাজধানীর সবুজবাগ কালি মন্দিরে বাদল রায়ের মরদেহ শেষকৃত্য করা হবে। বাদল রায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাদল রায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ আরচারি ফেডারেশনসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তি বাদল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বাদল রায়ের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড আজ তাদের পতাকা অর্ধনমিত রেখেছে

(দ্য রিপোর্ট/আরজেড/২৩নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর