thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বিদেশে সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির খোঁজে দুদক

২০২০ নভেম্বর ২৩ ২০:১৮:৫৯
বিদেশে সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির খোঁজে দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক: কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেগমপাড়ায় আরো কোনো সরকারি কর্মকর্তার বাড়ি রয়েছে কিনা সেটির তালিকা সরকারের কাছ থেকে চেয়েছে দুদক।

আজ সোমবার (২৩ নভেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন দুদক সচিব দিলওয়ার বখত।

তিনি বলেন, বিদেশে সরকারি কর্মকর্তাদের বাড়ির খোঁজে দুদকের চেয়ারম্যান সরকারের বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছেন। আমরা সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা খুঁজছি, তালিকা হাতে পেলেই কাজ শুরু করে দিবো।

দিলওয়ার বখত বলেন, যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আট কোটি ৭৫ লাখ টাকা বিদেশে পাচার ও ৪২ কোটি ৭৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়েছে। তদন্তকালে তার নামে ৪২ কোটি ৭৫ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ছয় কোটি ৫৪ লাখ টাকা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর